আপনার নিউজ ডেক্স:- আরজি কর ঘটনা নিয়ে প্রথম দিন থেকে সরব ছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। প্রবাদপ্রতিম ব্যঙ্গচিত্রী আর কে লক্ষ্মণের ১৯৬২ সালের একটি কার্টুনের ছবি পোস্ট করেছেন। আরজি কর কাণ্ডকে নিয়ে এই টালমাটাল পরিস্থিতিতে তাঁর এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এ বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।
এর আগে আরজি কর বিষয়ে মুখ খুলে লালবাজারের ডাক পেয়ে আদালতে বলেছেন বিভ্রান্ত হয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছেন! তিলোত্তমা কাণ্ডে ভুল তথ্য ছড়ানোর অভিযযোগে তলব করা হয়েছিল তাঁকে। সেই সুখেন্দু সমাজমাধ্যমেই শেয়ার করলেন ভারত-চিন যুদ্ধের সময়কার এক কার্টুন।
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 23, 2024
সুখেন্দু শেখরের এক্স হ্যন্ডেলে যে পোস্টটি রয়েছে, তাতে দেখা যাচ্ছে ‘একটি যুবককে পুলিশ জনবহুল রাস্তার উপর দিয়ে জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য সকলেই অবাক চোখে দেখছেন। ১৯৬২ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত ওই কার্টুনে লক্ষ্মণ পাদটীকায় লিখেছিলেন, অবশ্যই তুমি কোনও গুজব ছড়াওনি। কিন্তু, তোমার অপরাধ হল, তুমি সত্যকথা ছড়িয়েছ।’
এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “এই পোস্ট খুবই ইঙ্গিতপূর্ণ। যা আমাদের রাজ্যে চলছে তার সঙ্গে খুবই মিলছে। সত্য কথা বললে আপনি অপরাধী। কেন আপনি সত্য বলবেন? কেন স্পষ্ট কথা বলছেন? কেন যা চলছে তা মেনে নেবেন না? আপনি পারবেন না। আর যদি করেন তাহলে গ্রেফতার হবেন। এটাই তো বাস্তবে চলছে। অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে পুলিশ-প্রশাসন। যারা প্রতিবাদ করছে তাঁদের ধরে ধরে হেনস্থা করা হয়েছে। সুখেন্দু শেখরকেও হেনস্থা করতে হয়েছে। তাঁকে পোস্ট ডিলিট পর্যন্ত করতে হয়েছে।”