বালুরঘাট:- আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল বালুরঘাট। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শনিবার বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় বিজেপির শহর মন্ডল কার্যালয় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি বালুরঘাট শহর পরিক্রমা করে শেষ হয় বালুরঘাট থানা মোড়ে।
বিজেপির এই মিছিল শেষে বালুরঘাট থানা মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন রায় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আর জি কর কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।
এদিকে, বিজেপির প্রতিবাদ মিছিলের পাশাপাশি বালুরঘাটের ছাত্র-ছাত্রীরাও একটি পৃথক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে। সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের এই প্রতিবাদ মিছিলেও উঠে আসে একই দাবি—দোষীদের শাস্তি এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা।
এই দুই প্রতিবাদ মিছিলেই বালুরঘাটে উত্তেজনা চরমে ওঠে। এলাকার মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বিরাজ করছে। প্রতিবাদের জেরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।