আপনার নিউজ ডেক্স:- আরজি কর কাণ্ডে যখন দেশজুড়ে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। সেই আবহে উত্তরাখণ্ডের এক নার্সকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। আবার সেই উত্তরাখান্ড!জনবহুল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণ এবং মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটলেও শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, মঙ্গলবার মোরাদাবাদ থেকে দেহরাদূনে এসেছিলেন তিনি। বাড়ি পঞ্জাবে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দেহরাদূনের আইএসবিটি-তে (আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড) ঘটনাটি ঘটে। সেখানে একটি বাসের মধ্যে মঙ্গলবার রাতে ওই মহিলার উপর হামলা চালান কয়েক জন। মহিলাকে গণধর্ষণ এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। নির্যাতিতার সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন তদন্তকারীরা।