Type Here to Get Search Results !

''এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই।''এনকাউন্টার করে মারা উচিত! আরজি কর নিয়ে যা বললেন অভিষেক

 RG Kar Doctor Death


সুশোভন সিংহ; আপনার নিউজ:- শুক্রবার আরজি কলেজে ঘটনাটি ঘটেছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলগুলো প্রতিবাদ জানিয়ে। তবে তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব অপরাধীদের আরো কঠিন এবং কঠোর শাস্তির দাবি জানালেন। আইনের সংশোধনের দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এই ঘটনা মর্মান্তিক। তবে ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে তার জন্য আইন সংশোধন প্রয়োজন। একই সঙ্গে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করে অভিষেক এও বলেন, ''এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই।'' 

এদিন আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের হাথরাস এবং বিলকিস বানোর প্রসঙ্গও টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, একাধিক রাজ্যেই এমন ঘটনা ঘটে। হাথরাসের কথা সকলের মনে আছে। সেখানে তো মৃতদেহের খোঁজ মেলেনি। এই ঘটনা এখন যদি উত্তরপ্রদেশে হত তাহলে দেহ মিলত না। বিলকিস বানোর ঘটনাতেও সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তৃণমূল সাংসদ বলছেন, ''উন্নাও, হাথরাস, নির্ভয়া সমষ্টিগত ব্যর্থতা। রাজনীতি না করে আমাদের সকলের একজোট হয়ে এর বিরোধিতা করা উচিত।'' 


ইতিমধ্যেই আরজি কর ঘটনা নিয়ে সড়ক হয়েছেন মুখ্যমন্ত্রী। দোষীদের ফাঁসির সাজার আবেদন জানিয়েছেন তিনি। এই বিষয় নিয়ে বলতে গিয়ে অভিষেক আরো বলেন, অর্ডিন্যান্স করে বিজেপির আইন সংশোধন করা উচিত। সেই বিল তৃণমূল, কংগ্রেস সহ বাকিদের সমর্থন করা উচিত। এমন আইন করা উচিত যাতে ৭ দিনে এই ধরনের ঘটনার শাস্তি হয়। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকেও নিশানা করেছেন তিনি। অভিষেকের খোঁচা, ইডিকে নিয়ে কেন্দ্র অর্ডিন্যান্স আনতে পারে, আর এই মামলা নিয়ে আনতে পারে না! পাশাপাশি যারা ঘটনার পর থেকেই সিবিআই তদন্তের দাবি চেয়ে বা তৃণমূল সরকারকে বিঁধে মন্তব্য করছে তাদের রাজনীতি না করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side