Type Here to Get Search Results !

দেশ ফিরে তরুণদের বার্তা দিলেন ইউনূস! ‘আমার উপর আস্থা রাখুন’

 



আপনার নিউজ ডেক্স:- বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। দেশটিতে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী সময়ে ৪৮ ঘণ্টার মধ্যে অন্তবর্তী সরকার গঠনের আশ্বাস দেন সেনাপ্রধান। ছাত্র মহলের প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন নোবেল জয়ী বাঙালি ডঃ মুহাম্মদ ইউনূস। এদিন স্থানীয় সময় বেলা ২টো ১০ মিনিট নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ আরও অনেকে।


বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নোবেল জয়ী বাঙালি জানান, ‘নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা, তাঁরা (সমন্বয়করা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম দিয়েছে।’ তিনি কান্নাজড়িত কন্ঠে আরও বলেন, ‘আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। তাঁর কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এই ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।’ এর পাশাপাশি দেশটি সাধারণ জনগণের উদ্দেশ্যে ইউনূস বলেন, ‘আমার উপর আস্থা রাখুন। কারোর উপর হামলা হবে না।’ 


আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময়ে রাষ্ট্রপতির নির্দেশে ভেঙে ফেলা হয়েছে সংসদ। এরফলে অন্তর্বর্তী সরকারের পরবর্তী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা দায়িত্ব সংলাপের দেশটির। সূত্রে খবর অনুসারে ১৫ দলের এক বিশেষ অন্তবর্তী সরকার আজ রাতেই অর্থাৎ বৃহস্পতিবার সপথ নিতে পারে। তবে ইউনূস বাদ দিয়ে বাকি ১৪ জন কে কে থাকছেন তা এখনো খোলাসা হয়নি। তবে দেশটির গণমাধ্যমের খবর অনুসারে। আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে ১৫ জনের নামের তালিকা তুলে দেয়া হয়েছে রাষ্ট্রপতি হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side