আপনার নিউজ ডেক্স:- আচমকা অলিম্পিক্স থেকে বাতিল বিনেশ ফোগাট। আর এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিরোধীরা। আজ এই উত্তাল হয়েছে দেশের সংসদ। প্যারিস অলিম্পিক্সের কুস্তির ফাইনালে বিনেশ পৌঁছনোর পরেই নতুন করে আলোচনায় চলে আসে কেন্দ্র বনাম কুস্তিগিরদের আন্দোলন। যেখানে কুস্তির জাতীয় সংগঠনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে ধর্নায় বসেছিলেন ভারতীয় কুস্তিগিরেরা। সরকার তাঁদের গায়ের জোরে তুলে দিলে রাস্তায় পদক ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। সেই দলে ছিলেন বিনেশও। মঙ্গলবার বিনেশ ফাইনালে পৌঁছনার পরে পুলিশের হাতে বিনেশদের নিগ্রহের দৃশ্য ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে।
আজ অর্থাৎ বুধবার রাতেই প্যারিস অলিম্বিক্সে কুস্তির ফাইনাল খেলার কথা ছিল বিনেশের। তার আগে বুধবার সকালে হঠাৎই তাঁকে জানিয়ে দেওয়া হয় তিনি ফাইনাল খেলতে পারবেন না। কারণ হিসেবে তাঁর ওজন নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম বেশি রয়েছে বলে বলা হয়েছে। যদিও এই ঘটনার পেছনে কেন্দ্র সরকারের ষড়যন্ত্রে হাত থাকতে পারে বলে মনে করছেন বিরোধী দলগুলো। তবে বিনেশের খবর প্রকাশ্যে আসার পরই এক্স (সাবেক টটুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনেশকে সান্ত্বনা দিয়ে সেই পোস্টে মোদী লিখেছেন, ‘‘...তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাস। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি।’’