আপনার নিউজ ডেক্স:- আগামী ২৭শে আগস্ট ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে। ওই কর্মসূচি বাতিলের আবেদন জানিয়েছে হাই কোর্টে মামলা করা হয়েছিল। আবেদন খারিজ হয়ে গিয়েছে উচ্চ আদালতে। ফলে নবান্ন অভিযানে আপাতত আর বাধা রইল না। আদালত জানিয়েছে, এই ধরনের মিটিং-মিছিল নিয়ে যে নির্দেশিকা রয়েছে, তা নিয়ে একটি হলফনামা দিতে হবে রাজ্যকে।
নবান্ন অভিযানের বিষয়ে চিন্তিত শাসকদল। এই বিষয় নিয়ে বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে শুক্রবার নতুন করে হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করা হয়। মামলাটি করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে অভিযোগ বিজেপি আরজি করের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের রাজনৈতিক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ২৭ তারিখে যে সংগঠনটি নবান্ন অভিযানে ডাক দিয়েছে তার পেছনে বঙ্গ বিজেপির হাত রয়েছে। রাজ্যের অভিযোগ ছিল, নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি কী ভাবে আয়োজন করা যায়, সেই প্রশ্নও আদালতে তোলা হয়েছিল। নবান্ন অভিযানের কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলি যোগ দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য। ফলে কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কাও করা হয়েছিল। কিন্তু আদালত এতে হস্তক্ষেপ করতে চায়নি।