সুশোভন সিংহ; বালুরঘাট:- জেলা বিজেপির নেতৃত্বে দক্ষিণ দিনাজপুরের সবগুলো থানাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। শুক্রবার জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী নেতৃত্বে কুমারগঞ্জ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন কুমারগঞ্জের দলীয় কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
তরুনী চিকিৎসক ছাত্রীর নিশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। বঙ্গ বিজেপি পক্ষ থেকে কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছে। গতকাল সেই ধর্না মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন শুক্রবার রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভ দেখাবে বিজেপির কর্মকর্তারা।
কুমারগঞ্জের বিক্ষোভ সমাবেশে বিজেপির কার্যকর্তারা আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙ্গুল তোলে। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাকে দাবি জানানো হয়। এই কর্মসূচিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।
যদিও বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি টেলিফোন মারফত আমাদের জানান, বিজেপি লোকেরা ইচ্ছে করে রাজনীতি করছে, বর্তমানে এই ঘটনার তদন্ত সিবিআই এর হাতে,বিজেপির থানা ঘেরাও করে কি করবে? বিজেপির উচিত সিজিও কমপ্লেক্স ঘেরাও করা, '। বিজেপি পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবির প্রশ্নে সুভাষ জানান, ' বিজেপির উদ্দেশ্য দোষীদের শাস্তির দাবি নয়,এদের উদ্দেশ্য রাজনীতি, তাই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি জানাচ্ছে,'।