আপনার নিউজ ডেক্স:- বর্তমান রাজ্যে যেকোনো ঘটনার জন্য 'লক্ষীর ভান্ডার' কে কাঠগোড়ায় দাঁড় করায় রাজ্যে বিরোধী দলগুলো। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল 'লক্ষীর ভান্ডারের' লোভে মা বোনেরা তৃণমূলকে ভোট দিয়েছে। আরজি কর কাণ্ডে আবার সেই লক্ষ্মীর ভান্ডারকেই দোষারোপ করা শুরু হয়েছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অনেকেই 'লক্ষীর ভান্ডার'ফেরতের দাবি জানিয়েছেন
‘লক্ষ্মীর ভান্ডার’ এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যাঁরা থাকতে চাইছেন না, তাঁদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার। এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্যের শাসকদল প্রথম থেকেই কোণঠাসা। অভিযোগ, গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সন্দীপ ঘোষকে অন্য হাসপাতালে নিয়োগের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, তা-ও বিস্তর সমালোচিত হয়েছে। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে তৃণমূল। কুণালের মন্তব্যেও সেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।