আপনার নিউজ ডেক্স:- পশ্চিমবঙ্গের টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান 'দিদি নাম্বার ১'। বেসরকারি বিনোদনমূলক চ্যানেলে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে আসছেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জি। সম্প্রতি আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সকল শ্রেণীর মানুষেরা। আর ঠিক সেই সময় মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। তার পর লাইভ ভিডিয়োয় এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তার পর থেকে বিতর্ক যেন আরও কিছু বেড়ে গিয়েছে। এবার 'দিদি নম্বর ১' বয়কটের দাবি দর্শক মহলে।
আরজি কর কাণ্ডের পরবর্তী সময়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে 'দিদি নম্বর ১' এর অডিশন ছিল। তবে রায়গঞ্জ বাসীদের বিক্ষোভের মুখে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ অডিশন বাতিল করার সিদ্ধান্ত নেয়। সেই থেকেই রাজ্যজুড়ে সামাজিক মাধ্যমে এই অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়।
‘দিদি নম্বর ১’ শো-এর জনপ্রিয়তা কম নয়। গত ১০ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো। তবে ২০২৪ সালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শাসকদলের টিকিটে সাংসদ হয়েছেন প্রথমবার ভোটের লড়েই। আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই শাসক দলকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে রাজ্যে বিরোধী দলগুলো। তৃণমূলেরব একাংশের মতে অনুষ্ঠান বয়কটের দাবির পেছনে রয়েছে রাজনীতি।