Type Here to Get Search Results !

হাসপাতালে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের। বাধা দিতেই নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ


মালদা; তনুজ জৈন,২৪ আগষ্ট- হাসপাতালে অনিয়মভাবে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের। বাধা দিতেই নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠলত।ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়।শনিবার মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।


দুই যুবককে আটক করেছে চাঁচল থানার পুলিশ।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলি।তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।অভিযোগ, ভিজিটিং আওয়ার্সের সময় না হওয়ায় দুই যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করে।তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিলনা।বাধা দিতেই নিরাপত্তা রক্ষীর উপর তেড়ে আসে।এমনকি মারধর করে জামা সহ বোতাম ছিঁড়ে দেওয়া হয় ও নিরাপত্তা রক্ষীর।ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের মধ্যে।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সহকারী সুপার ত্রিদিব মাইতি বলেন,থানায় অভিযোগ করা হবে।মানুষ অসচেতন হওয়ায় এই ঘটনা ঘটছে।পুলিস উপযুক্ত পদক্ষেপ করুক।দুই যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side