দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বাসইল এলাকায় গৃহবধুকে খুন করার অভিযোগে উঠলো স্বামী সহ পরিবার বিরুদ্ধে। উল্লেখ্য করঞ্জি গ্ৰাম পঞ্চায়েত উজিল আটঘোরিয়া বাসিন্দা মাইনুল হক তার একটি মেয়ে একটি ছেলেকে নিয়ে পরিবার। আড়াই বছর আগে বাসইল এলাকায় মোক্তার হোসেন সাথে বিয়ে হয়ে মৃত গৃহবধু মাফুজা বেগম এর। মৃত গৃহবধুর চার মাসের এক কন্যা সন্তান রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ সর্বদা পরিবারিক অশান্তি লেগেই থাকত। রবিবার সন্ধ্যায় গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে স্বামী মোক্তার বিরুদ্ধে।
বাসইল এলাকায় মৃত পরিবার লোকজনেরা গৃহবধুকে হসপিটাল নিয়ে যেতে বাধা দেয় । এর পর কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন হস্তক্ষেপ কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর পরেই বিক্ষোভে ফেটে ওঠে মৃতার পরিবারের লোকজনেরা,তারা ম্যাজিস্ট্রেট তদন্ত করে ময়না তদন্তের দাবী জানায়। কুশমন্ডি থানায় স্বামী বিরুদ্ধে লিখিতো অভিযোগ করা হয় মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে। এই বিষয়ে মৃত গৃহবধূর দাদা বলেন,'সবসময়ে পরিবার অশান্তি লেগেই থাকত, যৌতুকের জন্য আমার বোন কে খুন করেছে তার স্বামী এবং শশুর বাড়ির পরিবার। এই ঘটনার ফলে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি করেন মৃতার পরিবার লোকজনেরা। এর পাশাপাশি মৃতার পিতা মইনুল হক বলেন, ' আমার একমাত্র মেয়েকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে অত্যাচার করছে তার স্বামী, তবে আমার মেয়েকে যে এভাবে মেরে ফেলবে ভাবতে পারিনি, আমার মেয়ের সাথে যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসি দাবি জানাচ্ছি'।