ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার
(কক্সবাজার) বাংলাদেশ
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান নূরুল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের ৬৭৮ নং প্রজ্ঞাপনে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, ৩ নং ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের কৃত জিআর নং-৬১৮/২০১২ (চকরিয়া) মামলায় লিখিত অভিযোগের ভিত্তিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টি কোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন।
সেহেতু বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার কতৃক চার্জ গঠন করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৪-এর ৩৪ (১) ধারায় অপরাধ সংঘটিত করায় ফাঁসিয়াখালীর চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৫ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। লামায় ইউএনওর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া নূরুল হোসেন চেয়ারম্যানকে একাধিকবার ফোন দিয়ে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।