দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত বেলপুকুর গ্ৰাম থেকে বিষধর শঙ্খচূড়( মাছুয়া আলাত) সাপ উদ্ধার করল বনদপ্তর কর্মীরা।
উল্লেখ্য সোমবার সকাল থেকে বেলপুকুর গ্ৰাম বিশাল আকার সাপ বের হয়ে। এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। বিষধর সাপ দেখতে সাধারণ জনগণের ভীর উপচে পড়ে এলাকায়। পরবর্তীতে সাপটি জমির পাশে থাকা জালে আটকে যায়। স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে।
এই বিষয়ে গ্ৰাম পঞ্চায়েত সদস্য জাকির হোসেন বলেন, আজ সকালে বিষধর সাপ জালে আটকে যায় এর পর এই বিষধর সাপ কে বন দপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।