আপনার নিউজ ডেক্স:- 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান যেন দিনে দিনে আরো গভীর হচ্ছে। ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে সিবিআই। তবে ভয় পাচ্ছেন অনুপম রায়। কারণ, তিনি আস্থা হারিয়েছেন বিচার ব্যবস্থার উপর থেকে। সামাজিক মাধ্যমে নিজের মনের আবেগকে তুলে ধরেছেন গায়ক। তিনি ভয় পাচ্ছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর মত যেন আরজি করের নির্ভয়ের ক্ষেত্রে না হয়। ছাত্রমৃত্যুর এক বছর পার। তার পরেও দোষী চিহ্নিত হয়নি। এই সূত্র ধরে তিনি জানতে চেয়েছেন, “আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক চলে যাওয়ার ১০ দিন হতে চলল। প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কি?”
দেশীয় প্রথম শ্রেণীর গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, এই প্রসঙ্গে বলতে গিয়ে গায়ক বলেন,“নীরব মোদী দোষী সকলে জানেন। তার পরেও তিনি বিদেশে বহাল তবিয়তে রয়েছেন। তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না। এমনকি, দেশেও ফেরত আনা যাচ্ছে না তাঁকে!” এখান থেকেই তাঁর পাল্টা জিজ্ঞাসা, এর পরেও কী করে তিনি বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখবেন? এ-ও বলেন, “আজকে নারীর সঙ্গে নির্যাতনও কিন্তু রাজনৈতিক ফয়দা লোটার জন্য ব্যবহার করা হয়।” এর পাশপাশি অনুপম আরো বলেন, “প্রজ্বল রেভান্নাকে দেখুন। কর্নাটকে তাঁর বিরুদ্ধে নাকি নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সকলেই এ বিষয়ে ওয়াকিবহাল থাকলেও তিনি নির্বাচনে যে-ই দাঁড়ালেন তখনই সে সব অন্যায় প্রকাশ্যে এল!” সবশেষে আক্ষেপের সুরে গায়ক জানান, রাজনীতি সমাজ বদলাতে পারবে না। কিন্তু বিচার ব্যবস্থা সঠিক এবং কড়া হলে এই ধরনের অন্যায় করার আগে অপরাধী দু’বার ভাববে।
নারীর সঙ্গে নির্যাতন আজও রাজনৈতিক ফয়দার কাজে ব্যবহার করা হয় - অনুপম রায়
আগস্ট ১৯, ২০২৪
0
Tags