দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিজেপি কার্যলয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করলেন। তৃণমূল গ্ৰাম পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করলেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকে বিজেপি মন্ডল সভাপতি রাজেশ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন ডরেন সরকার সবিন হেমব্রম সহ অনেকেই। এই বিষয়ে দঃদিনাজপুর জেলার বিজেপি সভাপতি স্বরুপ চৌধুরী বলেন আজ কুশমন্ডি ব্লকে দেউল গ্ৰাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল সদস্য সহ শতাধিক পরিবার যোগদান করলেন বিজেপিতে।