আপনার নিউজ ডেক্স:- সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেকেই রাতারাতি হয়ে গেছেন আলগা ফেমাস। অনেকেই আবার মজা করে এদের ‘সোশ্যাল মিডিয়া স্টার’ বলে ডেকে থাকেন তাদের। এনাদের মধ্যেই অন্যতম একটি পরিচিত মুখ হল স্মার্ট দিদি নন্দিনী। কলকাতার ডালহাউসি চত্বরে পাইস হোটেলের কর্ণধার তিনি। মা-বাবার সাথে হাত লাগিয়ে কয়েক বছর ধরে রাস্তার উপর চালিয়ে আসছেন হোটেল।
ভিডিও করার উদ্দেশ্যে বহু ইউটিউবার আজকাল ভিড় জমান নন্দিনীদির হোটেলে। এদের একজনের সাথে নিজের মোবাইল নম্বর শেয়ার করেছিলেন নন্দিনী। সেই সময় ইউটিউবারের ভিডিও অন ছিল। সবার অলক্ষ্যে রেকর্ড হয়ে যায় নন্দিনীর মোবাইল নম্বর। পরে নন্দিনী ভেবেছিলেন এডিট করার সময় এই অংশটি ইউটিউবার বাদ দিয়ে দেবেন। কিন্তু ইউটিউবার তা করেননি। মুহূর্তে নন্দিনীর মোবাইল নম্বর ভাইরাল হয়ে যায়। সম্প্রতি একটি ভিডিওতে কাঁদতে কাঁদতে নন্দিনীকে বলতে শোনা যাচ্ছে, “হাজার হাজার মেসেজ আসছে রোজ। বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন আসছে। কেউ জিজ্ঞাসা করছে তোমার খাবারের রেট কী? সেটাও জানাচ্ছি। আবার বলছে দিদি তোমার রেট কত? দিদি ডেকে রেট জানতে চাইছে!” এই কথাগুলি বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নন্দিনী। ভিডিওতে রীতিমত বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। নন্দিনীর সাফ কথা এই ধরনের জনপ্রিয়তা তিনি চাননি। তবে শত বিতর্ক দূরে সরিয়ে জানা যাচ্ছে নন্দিনী এবার চলচ্চিত্র জগতে প্রবেশ করছেন।