Type Here to Get Search Results !

কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে দুর্গাপুর স্টীল প্ল্যান্টে চাকরির সুযোগ! জানুন আবেদনের শেষ তারিখ

 SAIL Durgapur Recruitment 2024



আপনার নিউজ ডেক্স :- ( Job News ) চাকরিপ্রার্থীদের জন্য নয়া সুখবর। ইতিমধ্যেই দুর্গাপুর স্টিল কারখানায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Durgapur Steel Authority Of India Limited Recruitment 2024)। গতকাল দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে GDMO ও স্পেশালিস্ট এর বেশ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে ভারতের যেকোনো রাজ্যের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে দেওয়া হলো। 


বিবরণ 



নিয়োগ পদের নাম


স্পেশালিস্ট (রেডিওলজি)- ০২ টি


স্পেশালিস্ট (অপথালমোজি)- ০১ টি


স্পেশালিস্ট (সার্জারি)- ০২ টি


স্পেশালিস্ট (গাইনার & ওবিএসটি)- ০১ টি


স্পেশালিস্ট (ওএইচএস)- ০১ টি


স্পেশালিস্ট (অনেথেসিওলজি)- ০১ টি


জিডিএমও- ১০ টি


জিডিএমও (ডেন্টাল)- ০১ টি




আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা-


দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে GDMO ও স্পেশালিস্ট পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের কে যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি সম্পন্ন করতে হবে।


বয়সসীমা:- 


দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে GDMO ও স্পেশালিস্ট পদে সর্বোচ্চ ৬৯ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।


এবার দেখুন কিভাবে আবেদন করতে হবে 


(Durgapur Steel Authority Of India Limited Recruitment 2024)



১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন।


২) এরপরে আবেদন লিংক ক্লিক করে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভুলত্রুটি না করে আবেদন ফর্মটি অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবেন।


৩) এরপরে যা যা প্রয়োজনীয় নথিপত্র গুলো লাগছে সেগুলো স্ক্যান করে আপলোড করবেন।


৪) এরপরে সাবমিট করার অপশনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।


আবেদন তারিখ: দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের GDMO ও স্পেশালিস্ট পদে আবেদনটি ১৯/০৮/২০২৪ তারিখ পর্যন্ত চলবে। তারপর ২১, ২২ ও ২৩ আগস্ট ২০২৪ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ হবে।


যোগ্য আবেদনকারীদের সরাসরি নিয়োগ ইন্টারভিউ'র মাধ্যমে হবে। 


অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটsailcareers.com
অন্যান্য চাকরির আপডেটClick Here 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side