দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভা কক্ষে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালিত হলো। রাখি বন্ধন উপলক্ষ্যে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপনের পাশাপাশি কুশমন্ডি ব্লক প্রসাশন ও পঞ্চায়েত সমিতি এদিন এদিনটি পালন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায়, দঃদিনাজপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ রূপছানা খাতুন, কুশমন্ডি ব্লক জয়েন্টে বিডিও জাইরুল ইসলাম, কুশমন্ডি স্কুল পরিদর্শক রমন দাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি কুশমন্ডি পাঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস সহ অনেকেই। এদিন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছবিতে মাল্য দান করা হয়ে বলে জানান কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায়।