Type Here to Get Search Results !

রবিবার শহীদ মঞ্চে মমতার সাথে অখিলেশ, তবে কি এবার নতুন রাজনৈতিক সমীকরণ?



সুশোভন সিংহ ; কলকাতা :- সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 'ইন্ডিয়া'বিরোধী জোটে একসাথে ছিলেন মমতা এবং অখিলেশ। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশে যথেষ্ট ভালো ফলাফল করেছে তৃণমূল এবং সপা। প্রতিবছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয় শহীদ দিবস। রাত পোহালেই সেই দিন কিন্তু, এ বার দিনটি একই সঙ্গে লোকসভা ভোট এবং তার পরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের ‘বিজয় দিবস’ হয়ে দাঁড়িয়েছে। এ বার তার সঙ্গেই এই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা ভোটের দিশাও দেখাতে পারেন বলে মনে করছে দলের একাংশ। তবে রবিবারের মঞ্চে গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকবে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান নেতা অখিলেশ যাদবের।  


২১ এ জুলাই মঞ্চে অখিলেশ যাদব যে আসছেন তা ইতিমধ্যেই জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। দেশীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর রবিবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি অখিলেশ-কিরণময় পৌঁছে যাবেন ধর্মতলার মঞ্চে। মমতার সভায় বক্তৃতা করবেন অখিলেশ। সভা শেষে আবার দিল্লি ফিরবেন সমাজবাদী পার্টির প্রধান। 


শনিবার ২১এ জুলাই এর গুরুত্ব বোঝাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, “২১ জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিএমের নির্দেশে সে দিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১ জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১ জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, “প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side