Type Here to Get Search Results !

বিদ্যুতের বিল কমবে হু হু করে, আজকেই করতে হবে এই কাজ, বিদ্যুতের বিল হবে হাতের মুঠোয়


আপনার নিউজ ডেক্স :- প্রতিটা সংসারেই একটা নির্দিষ্ট বাজেট থাকে, মানুষ হিসেব করে সেই বাজেটের সঙ্গে খাপ খাইয়ে নিজের মতো করে চলে৷ সংসারে কিছু খরচ নিত্য প্রয়োজনীয় প্রতি মাসেই দিতে হয়, তাতে যেমন থাকে মাসকাবারি জিনিস তেমনিই প্রতি মাসেই দিতেই হয় বিদ্যুতের বিলও৷ কিন্তু বর্তমান সময়ে আপনি যেখানেই বাস করুন এবং যে বিদ্যুৎ পরিষেবা দানকারী সংস্থার থেকে বিদ্যুৎ ব্যবহার করুন ইউনিট প্রতি চার্জ অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ আর এর ফলে নির্দিষ্ট বাজেটে ঘাটতি দেখা দিচ্ছে।


তাই যদি আপনি বিদ্যুৎ খরচ যদি খানিকটা কমাতে পারেন তবে আপনার পকেটের উপর অনেকটাই কম চাপ পড়ে৷ তা বলে কোনও অনৈতিক উপায়ে বিদ্যুৎ ব্যবহার কমানোর পরামর্শ কখনই কারোর থেকে শোনা উচিত নয়, এতে আরও বড় ক্ষতির সম্ভাবনা থাকতে পারে৷ জেনে নিন বিশেষজ্ঞেরা বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখার জন্য কী ধরণের পরামর্শ দেন.......


এখন যেরকম তীব্র গরম পরেছে তাতে কোনও ঘরে যখনই কোনও মানুষ থাকেন তখনই পাখা চালাতেই হয়৷ পাখা বন্ধ করে এক মিনিটও থাকার কথা কেউ ভাবতেই পারেন না৷ এই অবস্থায় যদি পুরনো পাখা বদলে নতুন পাখা একটু দেখে নিয়ে আসেন তাহলে বিদ্যুতের খরচ অনেকটাই কমতে পারে। কারণ পুরনো পাখায় বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার হয়। আপনার আমাদের ঘরের পুরনো পাখাগুল সাধারণত ৭০ থেকে ১২০ ওয়াটের হত। আর এখন বেশ কিছু আধুনিক পাখার মডেলে ৩২ ওয়াটের হচ্ছে৷ তাই সিলিং ফ্যান বদলে আধুনিক পাখা আনেন তাহলে সারাদিন পাখা চালালেও বিদ্যুতের খরচ সেই তুলনায় অনেকটাই কম হবে।


বর্তমান যুগে মধ্যবিত্ত বাড়িতে এখন ফ্রিজ -মাইক্রোওয়েভ খুবই প্রয়োজনীয় ইলেকট্রিকাল গুডস, যা ছাড়া সংসারের কাজ কোনওভাবেই চলে না৷ সেই ক্ষেত্রে যে জিনিসগুলি ব্যবহার করছেন সেগুলি যদি ফাইভ স্টার রেটেড গুডস হয় তাহলে বিদ্যুৎ খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে। এর পাশাপাশি প্রয়োজনের বাইরে এই জিনিসগুলোর ব্যবহার বন্ধ রাখতে হবে। ফ্রিজের দরজা অহেতুক ঘনঘন খোলা যাবে না, পাশাপাশি যেরকম ওয়েদার ফ্রিজের মোড সেই অনুসারে সেট করুন৷ সামার, মনসুন, উইন্টার যে অপশনগুলি ফ্রিজের রেগুলেটরে দেওয়া থাকে সেগুলি আবহাওয়ার পরিস্থিতি অনুসারে বদলে দিন৷


এরপরে আসা যাক এসি বিষয় নিয়ে। অল্প দামে বর্তমানে অনেক ইলেকট্রনিক্স প্রস্তুতকারী সংস্থা বাজারে এসি নিয়ে এসেছে। তবে এক্ষেত্রে আপনি যে এসিপি ব্যবহার করছেন সেটি যেন ফাইভ স্টার রেটিং সম্পন্ন হয়। এসি চালানোর সময় তাপমাত্রা অবশ্যই ২২ থেকে ২৪ ডিগ্রীর মধ্যে রাখবেন।


যেকোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার শেষে তার প্লাগ সঙ্গে সঙ্গে খুলে ফেলা উচিত। অনেক সময় দেখা যায়, প্রয়োজন শেষ হওয়ার পরও গেজেটগুলো স্ট্যান্ড বাই মোডে রাখা হয়। আবার কোনো বাতি, ফ্যান, টেলিভিশন ও কম্পিউটারের প্লাগ লাগানো থাকে। এতে বিদ্যুতের খরচ হয়। এদিকে যদি নজর না দিয়ে থাকেন, তাহলে এখনই সতর্ক হোন।


আর যদি সম্ভব হয় অলটারনেটিভ এনার্জি সোর্সে চলে যান৷ সৌরশক্তি পরিচালিত বিদ্যুৎ ব্যবস্থা যদি লাগানো সম্ভব হয়। এক্ষেত্রে আপনি বিদ্যুতের বিল কমাতে অনেকটাই কার্যকর হবেন।


বিজ্ঞাপন 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side