Type Here to Get Search Results !

Lifestyle: যে ৮টি কারনে মহিলাদের স্তন পুরুষকে আকর্ষিত করে




আপনার নিউজ ডেক্স :-  
নারীশরীর হল রহস্যময়। সব পুরুষই নারীশরীর স্পর্শ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে থাকে। নারী শরীরের উপর পুরুষদের এক আলাদাই আকর্ষন। নারীদের শরীরের মধ্যে সুডৌল স্ত'নের প্রতি আকৃষ্ট হয় না এমন পুরুষ খুঁজলেও পাওয়া যাবে না। শুধু পুরুষ নয় মহিলারাও নিজেদের স্ত'ন নিয়ে খুব গর্ব করে। স্ত'নের আকৃতি ও গঠন নিয়ে মহিলারা খুব চিন্তায় থাকে। স্ত'ন আকারে ছোট হলে বা আকার ঠিক না থাকলে, ঝুলে গেলে মহিলারা অতিরিক্ত চিন্তায় পড়ে যায়। কিন্তু কেন ? কেন স্ত'নের প্রতি এত আকর্ষন ? বিশেষজ্ঞদের মতে এর পিছনে কিছু কারন রয়েছে, সেগুলি জেনে নেওয়া যাক।


১। প্রথম কারন হল মেয়েদের স্ত'ন সুগঠিত হলে দেখতে অত্যন্ত সুন্দর হয়।
সে যেমন আকৃতিরি হোক না কেন। পুরুষেরা তা দেখে আকৃষ্ট হবেই। সুন্দর স্ত'ন মহিলাদের এক আলাদাই ব্যক্তিত্ব এনে দেয়। একটা মেয়ের দিকে তাকিয়ে তার স্ত'নের দিকে চোখ আটকে যায় প্রতিটা পুরুষের। একথা শুনতে খারাপ লাগলেও কথটা ১০০% সত্যি।


২। স্ত'ন হল নারীত্বের প্রতীক। স্ত'ন পুরুষ ও নারীর শরীরের মধ্যে পার্থক্য তৈরি করে। নাহলে বাইরে থেকে নারি পুরুষের পার্থক্য করা সম্ভব নয়। নারীর বক্ষযুগলের বিভাজিকা তাদের কাছে গর্ব। অনেক মহিলা সেইজন্য ক্লিভেজ দেখা যায় এমন পোশাক পরেন।


৩। নারীদের স্ত'নের প্রতি আকর্ষন আজ থেকে নয়। আদি কাল থেকেই নারীর সুগঠিত স্ত'ন দেখে পুরুষদের মনে ও শরীরে কামনার প্রবল ইচ্ছা জেগে ওঠে। এর পিছনে একটি মানসিক কারনও আছে। সেটি হল সন্তান জন্ম দানে সক্ষম ও উর্বর মহিলাদের স্ত'ন সুন্দর হয়। তাই পুরুষেরা জীবনসঙ্গী হিসাবে সুন্দর ও সুডৌল স্ত'নের মহিলাদেরই বেছে নেন।


৪। নারীদের শরীরের কিছু অংশ পোশাকের বাইরে থেকেও বোঝা যায়। বিশেষ করে স্ত'নের আকার তো বোঝাই যায়। তেমন গঠন হলে পুরুষদের চোখ সেদিকে আটকে যায়। চোখে দেখে মনে বা শরীরে যে কামনার আগুন জ্বলে তাকে বলা হয় 'ভিসুয়াল স্টিমুলেশন'।


৫। নারীর অন্দরমহলে প্রবেশের রাস্তা হল তার স্ত'ন। সঙ্গমের আগে স্ত'ন ছুঁয়ে নারী ও পুরুষ উভয়ের মনেই কাম উত্তেজনা জাগে। ধীরে ধীরে কামের আগুন ছরিয়ে পড়ে সারা শরীরে। মিলনের আগে ফোর-প্লে তে স্ত'নের ভূমিকা অস্বীকার করা যায়না।


৬। সম্পর্ক যতই পুরনো হোক না কেন, নিজের সঙ্গিনীর স্ত'নের প্রতি আকর্ষন কখনোই যায়না পুরুষের। পুরুষেরা সারাদিন কর্মব্যাস্ততার পর স্ত্রীর স্ত'নে নিজের শান্তি খুজে পায়। স্ত'নে মাথা রেখে শুয়ে শান্তির খোজ করতে ভালোবাসে পুরুষেরা। গবেষণা বলে যে সব পুরুষ স্ত'নে মাথা রেখে ঘুমান তাড়া সুস্থ থাকেন, বেশিদিন বাঁচেন।


৭। স্ত'নের গঠন ইলাস্টিসিটির জন্য নারীদের স্ত'ন ছুঁয়ে দেখতে চায় পুরুষ। এখানে বিশেষজ্ঞরা একটি মনস্তাত্ত্বিক যুক্তির কথা বলেন। তারা বলেন যে সব পুরুষ নিজের স্ত্রী বা প্রেমিকার স্ত'ন খুব যত্নের সঙ্গে ছুঁয়ে দেখেন তারা স্ত্রীর প্রতি খুব দায়ীত্বশীল হন।
৮। স্ত'নযুগল নারী শরীরের অন্যতম রহস্যময় স্থান। যখনই পুরুষের চোখ স্ত'নের দিকে যায় তখনই মহিলারা পোশাকের নীচে স্ত'নের আসল আকৃতি নিয়ে ভাবতে শুরু করে দেয়। সেই স্ত'নের রহস্যভেদ না হওয়া পর্যন্ত সেই চিন্তা তাড়া করে।


গবেষকদের মতে, নারী অঙ্গ হিসেবে পুরুষদের কাছে স্তন সবচেয়ে ‘রহস্যজনক’। একটি ছেলে যখন বড় হতে থাকে, সে নারী শরীরে এমন একটি অংশ দেখতে পায়, যা তার নিজের শরীরে নেই। এই ভাবনা থেকেই নারীর স্তন তার কাছে রহস্যে মোড়া, আকর্ষণীয় হয়ে ওঠে!
সেক্স-এর ক্ষেত্রে স্তন-এর ভূমিকা গুরুত্বপূর্ণ ! স্তনবৃন্ত থেকে নির্গত হরমোন সেক্স-এর উত্তেজনা, উদ্দামতা বাড়িয়ে তোলে!


মানুষই হল একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার যৌন উত্তেজনার সঙ্গে স্তনের সম্পর্ক রয়েছে। অন্য কোনও প্রাণীর ক্ষেত্রে এমনটা দেখা যায় না। নারী শরীরের অন্যতম নরম অংশ স্তন। এই কোমলতা পুরুষকে আকর্ষণ করে।




আমি ফ্রী আছি


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side