দিলদার আলী ; কুশমন্ডি :- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সমর্থিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের টেন্ডার এ কারচুপির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে গত ১৪ই জুলাই কুশমন্ডির ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ গত ১৩ ই জুলাই বিরোধীদের অন্ধকারে রেখে গোপনে পঞ্চায়েতের টেন্ডার পাশ করেন পঞ্চায়েত প্রধান। এর পাশাপাশি তৃণমূল আরো অভিযোগ করেন টেন্ডার পাওয়া সংস্থার স্ত্রী এই পঞ্চায়েতে সদস্যা। এ বিষয়ে এই পঞ্চায়েতে তৃণমূল সদস্য মধু বর্মন জানান, ' পঞ্চায়েতের এই টেন্ডারের বিষয়ে আমরা কিছু জানি না, প্রধান এবং উপপ্রধান মিলে গোপনে এই অনৈতিক ও অবৈধ টেন্ডার পাস করিয়েছেন। আমরা এর বিরুদ্ধে ভিডিও এবং জেলা শাসকের নিকট কমপ্লেন করেছি। যদিও তৃণমূলের অভিযোগের এই বিষয়টি নস্যাৎ করে উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান বিশ্বনাথ রায়ের দাবি,' সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছতার সাথে টেন্ডার করা হয়েছে,তৃণমূল রাজনীতি করছে,।
পঞ্চায়েতে টেন্ডার পাওয়া দুই সংস্থার বিষয়ে পঞ্চায়েত উপ প্রধান বলেন, ' সংস্থার বৈধ কাগজপত্র দেখে এবং সরকারি নিয়ম মেনে টেন্ডার দেওয়া হয়েছে। উদয়পুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২৩ জন যার মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা ১১ জন। বিজেপি ৮, আরএসপির ৪ এবং নির্দলের ১ সদস্য নিয়ে যৌথভাবে বাম-বিজেপি এই পঞ্চায়েত পরিচালনা করছে।