সুশোভন সিংহ:- দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সেই দেশে শিক্ষার্থীরা পথে নেমে আন্দোলন শুরু করেছে। সংরক্ষণের বিরোধিতা করে এই আন্দোলন। তবে শুরুর দিকে এই আন্দোলন অসহিংস থাকলে পরবর্তীতে ঢাকা জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়তেই রুপনায় ভয়ানক সহিংসার। ছাত্র-ছাত্রী এবং পুলিশ প্রশাসনের সঙ্গে খন্ড যুদ্ধ বেধে যায়। আন্দোলনের তীব্রতা এতটাই কঠিন হয়ে পড়ে যে ৬ জন নিহত এবং ১০০ জন আহত হন এই সংঘর্ষে।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে বাংলাদেশে ছাত্র বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা লোকদের বংশধরদের জন্য ৩০ শতাংশ সরকারি চাকরির কোটা পুনরুদ্ধারের রায় দেওয়ার পর বিক্ষোভ শুরু হয়। সুপ্রিম কোর্টের এই রায়ের পর যুবকরা রাস্তায় নেমে পরে। শুরু হয় এই নির্দেশের বিরুদ্ধে আন্দোলন
১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে যারা লড়াই করেছেন তাদের উত্তরসূরিরা যদি ৩০ শতাংশ সংরক্ষণের সুযোগ পায়, তাহলে তারা সরকারি চাকরির সুযোগ পাবে না বলেই তরুণরা এই রিজার্ভেশনের অবসান এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছেন।
বাংলাদেশে শিক্ষার্থী ও সরকারের মধ্যে সহিংস সংঘর্ষে ৬ জন নিহত ও ১০০ জন আহত, সব স্কুল কলেজ বন্ধ
জুলাই ১৭, ২০২৪
0
Tags