আপনার নিউজ ডেক্স:- ভিকিকে বিয়ের আগে সালমান খান, রনবীর কাপুরদের সঙ্গে সম্পর্ক গড়েছিল ক্যাটরিনার। তবে দুটি সম্পর্কই মাঝপথে ভেঙে যায়। পূর্ব অভিজ্ঞতা থেকে তাই ভিকিকে নিয়ে দোটানায় ছিলেন ক্যাটরিনা। তবে হাল ছাড়েননি ভিকি কৌশল। তিনি তার স্বপ্ন সুন্দরীর বিশ্বাস জিতে নিয়েছেন। জিতে নিয়েছেন বিয়ের জন্য তার সম্মতিও। আর ক্যাটরিনা? বিয়ের জন্য ভিকির কাছে তিনি শুধু একটাই শর্ত রেখেছিলেন।
ক্যাটরিনার খুব কাছের এক বন্ধু তৎকালীন মিডিয়ার কাছে এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন , ভিকিকে বিয়ে করার শর্ত হিসেবে গাড়ি-বাড়ি, টাকা-পয়সা, সম্পত্তি কিছুই চাননি ক্যাটরিনা। চেয়েছেন শুধু সম্মান আর ভালোবাসা। ক্যাটরিনার সঙ্গে আগে যা কিছু হয়েছিল তারপরে ভিকিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার কিছুটা সময়ের প্রয়োজন ছিল। মনে মনে তিনিও ভিকিকে পছন্দ করতে শুরু করেছিলেন। তবে তাড়াহুড়ো করতে চাননি ক্যাটরিনা।
এদিকে ভিকিও হাল ছাড়ার পাত্র নন। ক্যাটরিনার ওই বন্ধুর কথায়, “ভিকি হাল ছাড়েননি। তিনি বুঝিয়ে গিয়েছিলেন সমানে। শেষমেষ হ্যাঁ বলেন ক্যাট। কিন্তু বিয়ের আগে একটি শর্ত দিয়েছিলেন তিনি। ভিকিকে তাঁর পরিবার, মা, বোনেদের ততটাই ভালবাসা ও সম্মান দিতে হবে যতটা তিনি ক্যাটরিনাকে দেন।” এই শর্ত মেনে তবেই বিয়ে হয়েছে ভিকি এবং ক্যাটরিনার।
তবে ক্যাটরিনা জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ভুল করেননি। বিয়ের আগে ভিকিকে একবারের জন্যেও চোখের সামনে দেখেননি তার বোনেরা। কিন্তু প্রথমবারই ভিকি তাদের সঙ্গে এত ভালোভাবে মিলেমিশে গিয়েছেন যে তাতে খুব খুশি হয়েছেন ক্যাটরিনা। ক্যাটরিনার বোন ইসাবেল বিয়ের দিন ভিকির সঙ্গে পরিচয় করে উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে ইনস্টাগ্রামে লেখেন, “গত কাল এক জন ভাই পেলাম আমি।” ভিকিকে তাদের পরিবারের স্বাগত জানিয়ে ইসাবেল লেখেন, “ওয়েলকাম টু আওয়ার ক্রেজি ফ্যামিলি”।