Type Here to Get Search Results !

Bangladesh: তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ, কিন্তু হাসিনা চাইছেন করুক ভারত



সুশোভন সিংহ :- তিস্তার জল বন্টন নিয়ে বহুদিন ধরে ভারত বাংলাদেশের মধ্যে কথাবার্তা হলেও বাস্তবে তা রূপায়ন হয়নি। সাম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে এসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এ নিয়ে বিস্তর আলোচনা করেছেন। ভারত সফরে দুই দেশের মধ্যে ১০ টি সমঝোতা চুক্তি হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ভারত সফরের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে সফরে যান। বেজিং থেকে ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, তিস্তা প্রকল্প ভারত করুক এটাই চান তিনি। তবে সেই সঙ্গে জানাতে ভুললেন না, চিনের তরফ থেকেও যথেষ্ট আগ্রহ নিয়ে তিস্তা প্রকল্পে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।


ইতিমধ্যেই বাংলাদেশে গিয়ে চীনের বিশেষ প্রতিনিধি দল তিস্তা প্রকল্প সংক্রান্ত সমীক্ষা সম্পন্ন করেছে। তবে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তিস্তা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করতে চায় ভারত। তবে বেজিং থেকে ফিরে তিস্তা প্রকল্পে চীনের উল্লেখ করে কার্যত ভারতের উপর কূটনৈতিক চাপ দেওয়ার চেষ্টা ঢাকার বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সামনে বলেন, “তিস্তা প্রকল্প আমাদের করতে হবে। এ নিয়ে চিন-ভারত দুই দেশই আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। এরই মধ্যে চিন সমীক্ষা করেছে। ভারতও সমীক্ষা করবে। দু’দেশের সম্ভাব্যতা যাচাই শেষে আমাদের জন্য যেটা যুক্তিযুক্ত হবে, আমরা সেটাই নেব।” এর পরেই তিনি বলেন, “তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে, এটা ভারত করুক। কারণ তিস্তার পানিটা ভারত আটকে রেখেছে। তাদের কাছ থেকে যদি আদায় করতে হয়, তা হলে এই প্রকল্পের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে যখন যা প্রয়োজন দেবে। এটাই তো কূটনীতি। এর মধ্যে কোনও রাগারাগির ব্যাপার নেই।”


গ্রীষ্মের সময় তিস্তার জল বাংলাদেশকে না দেওয়ায় বাংলাদেশের ওই অঞ্চল গুলো জলের অভাবে চাষাবাদ করতে পারে না। দীর্ঘদিন ধরে এই জল বন্টন নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা হলেও তিস্তা জলবণ্টন চুক্তিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তিতে বাস্তবায়িত হতে পারছে না। ভারতীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে বহুবার হস্তক্ষেপ করলেও পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনভাবেই এই জল বন্টন প্রকল্পে সম্মতি দেননি। আর এবার এ বিষয়টিকে মাথায় রেখেই তিস্তা প্রকল্পকে নিয়ে এগোতে চাইছে ঢাকা। তিস্তায় জলের সরবরাহ বজায় রাখার জন্য জল ধারণ ও নিরবচ্ছিন্ন প্রবাহের একটি মহাপ্রকল্পের পরিকল্পনা হল তিস্তা পরিকল্পনা যা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তবে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি কিংবা অর্থ কোনটাই ঢাকার কাছে নেই। আর এই এজন্যে ভারত ও চীনের মধ্যে যাদের প্রস্তাব ঢাকার যুক্তিযুক্ত মনে হবে সেই দেশকেই বরাত দেওয়া হবে। তবে হাসিনা বলেন তিস্তা প্রকল্পের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে চাই এ প্রকল্প ভারত করুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side