Type Here to Get Search Results !

ছাত্র মৃত্যুর ৫ দিন পর কুশমন্ডি ব্লকের কচড়া উচ্চ বিদ্যালয় খুললেও, বিদ্যালয়ে আসেনি কোন ছাত্র-ছাত্রী


দিলদার আলী; কুশমন্ডি :- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কচড়া উচ্চ বিদ্যালয় গত ৫ দিন আগে সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় কচড়া উচ্চ বিদ্যালয়। প্রচুর স্কুলের সম্পত্তি ভাঙচুর চলায় ছাত্র-ছাত্রীরা এর পর পাঁচ দিন কেটে গেলে সোমবার স্কুল খুললেও মিলছে না ছাত্র-ছাত্রীদের দেখা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কচড়া উচ্চ বিদ্যালয় রয়েছে পুলিশ প্রশাসন।


প্রসঙ্গত গত বুধবার মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় কুশমন্ডির কচড়া উচ্চবিদ্যালয় চত্বর। ঘটনায় বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ কুশমন্ডি থানায় অভিযোগ দায়ের করলে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে চার জনকে গ্রেফতার করে কুশমন্ডি থানার পুলিশ। ধৃতরা হলেন বাবলু মন্ডল (৩৫), যোগেশ শীল (৫০), তুফান মন্ডল (২৫)ও নিহার সরকার (২৭)।তারা প্রত্যেকে ওই এলাকারই বাসিন্দা বলে জানা যায়।বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় আদালতে।

দীর্ঘ পাঁচ দিন কেটে যাওয়ার পরে স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি একদম নগণ্য। এই বিষয়ে এলাকায় বাসী ঝড়ুরাম সরকার বলেন কচাড় উচ্চ বিদ্যালয় গাফলতির কারনে সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার(১৩) মৃত হয়। আমরা সি আইডি তদন্তের দাবি জানাই এবং প্রধান শিক্ষক বদলী চাই। এই কচড়া উচ্চ বিদ্যালয় পার্শ্ব শিক্ষক হরিদাস সরকার বলেন দুঃখজনক ঘটনা ঘটেছে কিছু বহিরাগত ছাত্র-ছাত্রীরা স্কুলের সম্পত্তির উপর ভাঙচুর চলায় স্কুলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাইছি কচড়া উচ্চ বিদ্যালয় পঠন পাঠান আবার শুরু হক।।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side