Type Here to Get Search Results !

অম্বানী-বধূ রাধিকার বিয়ের লেহঙ্গা তৈরির করেছেন বাঙালি শিল্পী জয়শ্রী বর্মণ, দাম শুনতে চমকে উঠবেন



আপনার নিউজ ডেক্স :- বর্তমানে ভারতবর্ষ সহ গোটা বিশ্বের অন্যতম নজর কাড়া বিবাহ অনুষ্ঠান হল আম্বানি পরিবারের ছেলের বিয়ে। এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান সেলিব্রেটিরা এসেছিলেন পাব দম্পতিকে আশীর্বাদ করার জন্য। অম্বানী-বধূ রাধিকা মার্চেন্টের বিয়ের এক এক দফা সাজ নিয়ে রোজই চলছে হইচই। তার মধ্যে বিশেষ একটি লেহঙ্গা নজর কেড়েছে গোটা বিশ্বের। সে লেহঙ্গায় আঁকা রয়েছে রাধিকা আর অনন্ত অম্বানীর প্রেমের কাহিনি। গোটাটা হাতে আঁকা। জৌলুসের বিয়েতে এমন শৈল্পিক ছোঁয়া প্রশংসিতও হয় যথেষ্ট। তার সঙ্গেই উঠে আসে শিল্পীর নাম, যিনি গোটা লেহঙ্গার উপরে ছবি এঁকেছেন একা হাতে। সেই শিল্পী বাঙালি। কলকাতার জন্ম ও বড় হওয়া। নাম জয়শ্রী বর্মণ।


এই লেহঙ্গা নাকি রাধিকা আর অনন্তের প্রেমের গল্প বলে? সে সব কী করে জানলেন শিল্পী?


রাধিকা কী চাইছেন, তা নিয়ে বৈঠকেই বিশদ আলোচনা হয়। ‘‘তবে শুধু তা নয়, আমি অম্বানীদের সঙ্গে অনেক দিন ধরেই কিছুটা পরিচিত। কোকিলাবেন ও নীতা আগে আমার কাজ কিনেছেন। যা রাধিকা দেখেছেন জামনগরের বাড়িতে। ফলে ভিতরের গল্পও কিছুটা জানা ছিল। তাই কাজ করতে খানিকটা সুবিধা হয়েছে,’’ বললেন জয়শ্রী।


এক বার নাকি নীতাকে উপহার দেওয়ার জন্য তিন ছেলেমেয়ে মিলে জয়শ্রীকে ফোন করে একটি ছবি আঁকতে বলেছিলেন। জয়শ্রী বলেন, ‘‘তখন ওঁরা সকলেই অনেক ছোট। অনন্ত একেবারেই শিশু সে সময়ে।’’ ওই সময় থেকেই অম্বানী-বাড়ির পুত্রের বন্যপ্রাণীদের প্রতি টানের কথা জানা জয়শ্রীর। ফলে তাঁর হবু স্ত্রীর জন্য লেহঙ্গা বানাতে খুব একটা অসুবিধা হয়নি শিল্পীর। জয়শ্রী জানান, এই লেহঙ্গার নাম দিয়েছেন ‘পরিণয়’। মানে, ‘বিবাহ’। আঁকাও হয়েছে শুভ পরিণয়ের গল্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side