Type Here to Get Search Results !

Arjun-Sreeja Exclusive: সংসারে ভাঙন অর্জুনের, বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন দম্পতি?

 




আপনার নিউজ ডেক্স:- বলিউড হোক বা টলিউড সব জায়গাতেই কান পাতলে এখন সম্পর্ক ভাঙার গুঞ্জন। টলিপাড়ায় যিশু-নীলাঞ্জনার পর এবার চর্চায় আর এক আদর্শ দম্পতি অর্জুন-শ্রীজা। সব্যসাচী পুত্রকে সবাই ফ্যামিলিম্যান বলেই জানেন, কিন্তু এবার খবর তাঁর সাজানো সংসারে নাকি ধরেছে চির! কান পাতলে শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। স্ত্রীর সাথে সম্পর্কের হয়েছে পতন। 


কিছুদিন আগে ইনস্টাগ্রামে বরের সঙ্গে দেওয়া সব রোম্যান্টিক ছবি অর্জুনের সুন্দরী বউ মুছে ফেলেছেন। শোনা যাচ্ছিল অর্জুনকে তিনি নাকি আনফলোও করছেন! তাহলে কী সত্যি বিচ্ছেদের পথে হাঁটছেন দম্পতি? ঘনিষ্ঠ মহলে বানান প্রশ্নের সৃষ্টি হচ্ছিল। তবে এবার সবকিছু জবাব দিলেন শ্রীজা, অর্জুন স্ত্রী জানান, আমাদের মধ্যে কোনও বিচ্ছেদের পরিস্থিতি তৈরিই হয়নি। এমন কী এখন আমরা একসঙ্গে বসে আছি। আমাদের সঙ্গে আমাদের মেয়েও রয়েছে। আমরা সবাই এখন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি।' 


তবে অর্জুনকে সামাজিক মাধ্যমে আনফলো করার ঘটনা কার্যতা স্বীকার করে নিয়েছে শ্রীজা। এত কিছুর মাঝে অর্জুন রবিবার ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। কার্যত এই পোস্ট করে সেই সব জল্পনায় জল ঢাললেন অভিনেতা ও তাঁর স্ত্রী। এক প্রকার বুঝিয়ে দিলেন সম্পর্কে মোটেই চিড় ধরেনি। নিজেদের মধ্যে সব ঠিকই আছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side