বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের এনএসএস এক এবং দুই ইউনিটের সদস্যদের ভেক্টর বোন ডিজিস সম্পর্কে সচেতন করতে যেটা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হলো একটি সচেতনতা শিবির যেখানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা সহ বালুরঘাট কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন ভেক্টর বন ডিজিস সম্পর্কে এদিন সচেতনতা শিবিরে সকলকে সচেতন করা হয়।
NSS ইউনিট ১ এর প্রোগ্রাম অফিসার দুলাল বর্মন জানান যে NSS ১ ইউনিট এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বালুরঘাট কলেজের ডেঙ্গু সচেতনতা শিবির আয়োজন করা হয়। আমরা আশা রাখছি যে ছাত্র-ছাত্রীরা এখান থেকে সচেতন হয়ে তাদের পরিবার ও তাদের গ্রামকে সচেতন করে তুলতে পারে।
প্রথম বর্ষের ছাত্রী রিয়া মন্ডল এর প্রতিক্রিয়া আজকে বালুরঘাট কলেজ NSS ১ ইউনিট এবং সাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বালুরঘাট কলেজে ডেঙ্গু সচেতনতা শিবিরের আয়োজন করা হয় । এইখানে আজ ডেঙ্গু সম্পর্কে পাশাপাশি ডেঙ্গু রোধ নিয়ে সচেতনতা সম্পর্কে আমাদেরকে জানানো হয়।