Type Here to Get Search Results !

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগের খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসলো প্রশাসন, খবরের জেরে রাস্তার কাজ পরিদর্শনে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগের খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসলো প্রশাসন, খবরের জেরে রাস্তার কাজ পরিদর্শনে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কাজের অনিয়ম তুলে ধরলেন স্থানীয় ব্যবসায়ীরাই


মালদা;তনুজ জৈন;১৮আগস্ট:
খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন।নির্মীয়মান রাস্তার কাজ পরিদর্শনে আসলেন আধিকারিকরা। কাজের গলদ আধিকারিকদের দেখিয়ে দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তার মান দেখে চক্ষু চড়কগাছ আধিকারীদেরও। প্রসঙ্গত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হাসপাতালগামী রামবিধু মোড় থেকে মনসা মন্দির পর্যন্ত ৪০০ মিটার রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল। সেই কাজে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ ছিল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোন রকম সিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছেন।সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। তৃণমূলকে একযোগে আক্রমণ করে বিরোধীরা। এবার খবর সম্প্রচারিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সেই নির্মীয়মান রাস্তার কাজ পরিদর্শনে এলেন পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুশান শিকদার সহ অন্যান্য আধিকারিকরা।স্থানীয় ব্যবসায়ীরা আধিকারিকদের দেখান রাস্তার দুরাবস্থা। রাস্তার উপরে এবং নিচে সিডিউল অনুযায়ী হয়নি ঢালাই। ১০ ইঞ্চি ঢালাই করার কথা থাকলে হয়েছে ৫ থেকে ৮ ইঞ্চি। সাথে ব্যবহার করা হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। ব্যবসায়ীরা আধিকারিক আহ্বান জানান যাতে সঠিক ভাবে নিয়ম মেনে কাজ করা হয়। রাস্তার অবস্থা দেখে তাজ্জব হয়ে যান খোদ আধিকারীকও।যদিও প্রকাশ্যে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুশান শিকদার।


স্থানীয় ব্যবসায়ী অনুপ কুমার দাস বলেন, আজ আধিকারিকরা এসেছিলেন। আমরা নিজেরা দেখিয়ে দিলাম কি ভাবে খারাপ কাজ হয়েছে।কোন রকম সিডিউল মানা হয়নি। বৃষ্টি হলে রাস্তার জল পার্শ্ববর্তী দোকানগুলোতে ঢুকে যাচ্ছে। আধিকারিক আশ্বাস দিয়েছেন ঠিক ভাবে হবে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো এই খবর তুলে ধরার জন্য।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side