Type Here to Get Search Results !

Balurghat: ভাটপাড়া তৃণমূল ছাত্র যুব পক্ষ থেকে ভারত মাতার বীর সন্তান শহীদ চুরকা মুর্মু প্রয়াণ দিবস পালন করা হলো


বালুরঘাট:-
তৎকালীন পশ্চিম দিনাজপুরে এদিন শুক্রবার ১৯৭১ সালে  ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি খান সেনারা বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৎকালীন ভারত পূর্ব পাকিস্তান সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে বালুরঘাট দখলের চেষ্টা চালাচ্ছিল। 

                        Click here to Buy 
১৯৭১ সালের ১৮ই আগস্ট আজকের দিনেই বিষয়টি নজরে আসে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকার বীর চুরকা মুর্মুর।চুরকা মুর্মু বিষয়টি জানতে পেরে ভারতীয় সেনাবাহিনীর কাছে খবরটি পৌঁছে দেয়। সেই খবর পেয়ে ভারতীয় সেনারা যে সমস্ত খান সেনা অসৎ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল তাদের সাথে লড়াইয়ে নেমে পড়ে। সেই সময় চুরকা মুর্মু ভারতীয় সেনাদের সাথে সঙ্গ দিয়ে খান সেনাদের লড়াইয়ে নামে। ভারতীয় সেনারা খান সেনাদের রুখে দিতে পারলেও চুরকা মুর্মু সেই লড়াইয়ে শহীদ হন! এদিন শুক্রবার ৫ নং ভাটপাড়া তৃণমূল ছাত্র যুব পক্ষ থেকে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত তথা  ভারত মাতার বীর সন্তান শহীদ চুরকা মুর্মু প্রয়াণ দিবস পালন করা হলো। এই উপলক্ষে চুরকা মুর্মুর শহীদ বেদীতে  মাল্যদান করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মহিলা সভানেত্রী মাননীয় স্নেহলতা হেমরম,ও অন্যান্য নেতৃবৃন্দ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side