Type Here to Get Search Results !

বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে পূর্ণ মর্যাদার সাথে পালন করা হয় বালুরঘাট ভারত ভুক্তি দিবস


আপনার নিউজ; বালুরঘাট:-
বালুরঘাটের মাটিতে উড়লো স্বাধীনতার পতাকা। ১৮ ই আগস্ট পুন্য তিথিতে বালুরঘাটের স্বাধীনতা দিবস অর্থাৎ বালুরঘাটের ভারত ভুক্তি দিবস পালন করা হলো।


বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে পূর্ণ মর্যাদার সাথে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালন করা হয় বালুরঘাটের স্বাধীনতা দিবস অর্থাৎ বালুরঘাটের ভারত ভুক্তি দিবস। 

উল্লেখ থাকে যে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পাওয়ার সময় 15 ই আগস্ট থেকে ১৮ই আগস্ট পর্যন্ত  বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা পাশাপাশি মালদা, নদিয়া, মুর্শিদাবাদ সহ রাজ্যের বৃষ্টির্ন এলাকা ধারণাকৃত এলাকা অর্থাৎ নোশনাল এরিয়ার অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তানের ধারণা ছিল যে এই এলাকা পাকিস্তানের অন্তর্গত। সেই মতো পাকিস্তানি সেনারা বালুরঘাট শহর দখলও নিয়ে নেয়। ১৪ ই আগস্ট তৎকালীন বালুরঘাটের মহকুমা শাসক পানাউল্লা সাহেব বালুরঘাটের মাটিতে পাকিস্তানের পতাকা উত্তোলনও করে। কিন্তু  বালুরঘাটের বীর সন্তান শরৎ রঞ্জন চ্যাটার্জি ১৫ ই আগস্ট থেকে ১৮ ই আগস্ট এর মধ্যে ভারতের মানচিত্র নির্মাণ কারীদের বোঝাতে সক্ষম হন যে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার নোশনাল এরিয়ার অন্তর্গত এলাকা গুলি আসলে ভারতের অন্তর্গত। আর সেই যুক্তি মেনে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার নোশনাল এরিয়াকে ভারতের অংশ হিসাবে ঘোষণা করা হলে ১৯৪৭ সালের   ১৮ই আগস্ট সকাল বেলা বালুরঘাটের বীর সন্তান সরোজ রঞ্জন চ্যাটার্জী  বালুরঘাটের হাই স্কুল মাঠে ভারতের ত্রিবর্ন রঞ্জিত পতাকা উত্তোলন করেন। এবং পাকিস্তানি সেনারা সেই দিন বালুরঘাট ছেড়ে চলেও যায়। আর এই বিশেষ দিনটিকে স্মরণ করে প্রতিবছর বালুরঘাটের সাইকেল কমিউনিটি বালুরঘাটের ভারত ভুক্তি দিবস অথবা বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন করে পূর্ণ মর্যাদার সাথে বালুরঘাট হাই স্কুল মাঠে। সেইমতো শুক্রবার কোন মর্যাদার সাথে বালুরঘাটের সাইকেল কমিউনিটি পালন করে দাও বালুরঘাটের স্বাধীনতা দিবস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side