বুধের স্থান পরিবর্তন, পুজোর আগেই ভাগ্য বদলাবে এই ৩ রাশির
আগস্ট ২৯, ২০২৩
0
অক্টোবরের শুরু থেকে ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই রাশিগুলোর, পুজোর আগে পাবেন সুখবর!
আপনার নিউজ:- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।বর্তমান সময়ে বৈজ্ঞানিক চিন্তাভাবনায় মানুষ বেঁচে থাকতে পছন্দ করেন। তবে মানুষের জীবনে জ্যোতিষ শাস্ত্র একটা বড় প্রভাব আদিকাল থেকেই রয়েছে।অনেকে সেটা মানেন আবার অনেকে মানেন না। জ্যোতিষ শাস্ত্র মতে আগামী অক্টোবর মাস থেকে এই রাশি গুলোর ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। সিংহ রাশি (Leo) ছেড়ে কন্যা (Virgo) রশিতে প্রবেশ করতে চলেছে বুধ। যার ফলে আর কন্যা রাশির সঙ্গে বাকি কয়েকটি রশিতেও এর প্রভাব পড়বে। জ্যোতিষ শাস্ত্র মতে এই সময় সেই রাশিগুলোর মাহেন্দ্রক্ষণ সৃষ্টি হতে পারে। এবার দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপরে এর ভালো প্রভাব পড়তে চলেছে।
১) সিংহ রাশি (Leo) :- জ্যোতিষ শাস্ত্র মতে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বুধ গ্রহের বক্রীদশা বজায় থাকবে। এরপর ১ অক্টোবর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করবে বুধ। বুধের এই গোচর ও অবস্থান পরিবর্তনের ফলে পুজোর মাস শুরু হওয়ার আগেই লক্ষ্মীলাভ হবে এই রাশি জাতক জাতিকাদের।
২) কন্যা রাশি (Virgo):- কন্যা রাশিতে এর প্রভাব সব থেকে বেশি পড়বে। বুধ যেহেতু কন্যা রাশিতেই প্রবেশ করতে চলেছেন, তাই কন্যা রাশির জাতক-জাতিকারা বুধের উপস্থিতিতে প্রচুর লক্ষ্মী লাভ করবে। এছাড়াও কর্মের দিক থেকে উন্নতি লক্ষণ রয়েছে এই রাশিতে।
৩)বৃষ রাশি (Taurus):- কন্যা রাশিতে প্রবেশ করার আগেই বৃষ রাশির জাতকদের ভাগ্য বদলিয়ে দেবে বুধ। এই সময় প্রচুর অর্থ করতে পারে এই জাতক জাতিকারা। এমনকি পরিশ্রম করলে কেরিয়ারে সাফল্য লাভ করবেন।
Tags