ধর্ম ডেক্স:- রাসূল ﷺ বলেছেন, যখন তুমি নামায শেষ করে বসবে তখন শুরুতে আল্লাহ তা'য়ালার যথোপযুক্ত প্রশংসা আদায় করবে এবং আমার উপর দুরূদ ও সালাম পাঠ করবে, অতঃপর আল্লাহ তা'য়ালার নিকট দোয়া করবে, তোমার দোয়া কবুল করা হবে। -[তিরমিজি হাদীস- ৩৪৭৬]
🔲 সুতরাং হাদীস মোতাবেক দোয়া করার ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতিটি অনুসরণ করা যেতে পারেঃ-
(১) প্রথমে আল্লাহ তা'য়ালার যথোপযুক্ত প্রশংসা আদায় করা। [এক্ষেত্রে “ছানা” অথবা ”সূরা ফাতিহা” নতুবা “আয়াতুল কুরসী” কিংবা "ইয়া রব্বী লাকাল হামদু কামা ইয়ামবাগী লিজালালী ওয়াজহিকা ওয়া আঊজিমি সুলতনিক" ইত্যাদি প্রশংসা বাক্য দ্বারা আল্লাহ তা'য়ালার প্রশংসা আদায় করা]
(২) হাদীসের ব্যাখ্যা অনুসারে, সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে মহান আল্লাহ তা'য়ালার নিকট কোনো বিষয় সম্পর্কে দোয়া করলে, আশা করা যায় আল্লাহ তা'য়ালা সেই দোয়া কবুল করে নিবেন। তাই যথোপযুক্ত প্রশংসা আদায় করার পর সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা যেতে পারে ইন শা আল্লাহ।
(৩) এরপর রাসূল ﷺ এর উপর দুরূদ ও সালাম পাঠ করা। [এক্ষেত্রে নামাজের দুরূদ শরীফটি পাঠ করা সর্বোত্তম]
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণঃ- "আল্ল-হুম্মা সল্লি'আলা মুহাম্মাদ, ওয়া 'আলা আ~লি মুহাম্মাদ, কামা সল্লাইতা 'আলা ইবর-হীম, ওয়া 'আলা আ~লি ইবর-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্ল-হুম্মা বা-রিক 'আলা মুহাম্মাদ, ওয়া 'আলা আ~লি মুহাম্মাদ, কামা বা-রকতা 'আলা ইবর-হীম, ওয়া 'আলা আ~লি ইবর-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ"।
(৪) এরপর মনের নেক আশাগুলো ব্যক্ত করে দোয়া করা এবং দোয়া করা শেষে মোনাজাত সম্পূর্ণ করে আবার পুনরায় দুরূদ শরীফ পাঠ করা।
🔸 এভাবে ধৈর্য্যের সাথে নিয়মিত আমল করে দোয়া করতে পারলে ইন শা আল্লাহ, আশা করা যায় মহান আল্লাহ তা'য়ালা আমাদের দোয়াগুলো কবুল করে নিবেন।
🔰 আমরা হলাম মহান আল্লাহ তা'য়ালার প্রিয় বান্দা, আল্লাহ তা'য়ালা যদি আমাদের দোয়াগুলো কবুল না করেন তাহলে আর কার দোয়া কবুল করবেন বলতে পারেন.? তিনিই তো আমাদের রব, আমাদের মালিক, তিনি চাইলে তো মূহুর্তের মধ্যেই আমাদের চাওয়াগুলোকে পাওয়াতে রূপান্তর করে দিতে পারেন ইন শা আল্লাহ 💞✅
⭕ বিঃদ্রঃ- দোয়া এবং আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে কোনো প্রকার হারাম থেকে বিরত থাকা। যেমনঃ- হারাম উপার্জন দ্বারা ক্রয়কৃত খাবার খাওয়া, কাপড় পরিধান করা, এমনকি বিবাহ বহির্ভূত সকল প্রকার (হারাম) সম্পর্কে লিপ্ত থাকা।
🔲 এসব হারামের সহিত লিপ্ত থাকার কারনে আল্লাহ তা'য়ালার দরবারে বান্দার দোয়াগুলো কবুল হয়না, তাই এসব হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, পাশাপাশি সকল প্রকার কবীরা গুনাহ থেকেও বিরত থাকতে হবে। তাহলে ইন শা আল্লাহ আশা করা যায়, আল্লাহ তা'য়ালা আমাদের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নিবেন।
দয়া করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন