বয়স ১০০ বছর,এখন ৩০ বছর বয়সের যুবকদের যেকোনো কাজে হারিয়ে দিতে পারেন
আগস্ট ২৯, ২০২৩
0
ডেক্স রিপোর্ট:- বর্তমান জীবনের জীবনযাত্রার তারতম্যের জন্য যেকোনো সাধারণ মানুষ ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকার আশা রাখেন না। তবে বর্তমানের চিকিৎসা বিদ্যা কিছুটা উন্নত হওয়ার জন্য মানুষের গড় আয়ু সামান্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই ব্যক্তি ১০০ বছর বয়স হয়ে গেলও এখনো পর্যন্ত কাজের দিক থেকে যেকোনো যুবককে সহজে হারিয়ে যেতে পারে। ইটাহারের গুলন্দরের বাসিন্দা লুৎফর হক, বয়সের দিক থেকে তিনি সেঞ্চুরি পার করেছেন তবু দৈনন্দিন নিত্য প্রয়োজনী কাজকর্মগুলো অনায়াসে তিনি করতে করে ফেলেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, এই বয়সে তিনি দীর্ঘ পথ অতিক্রম করে নানান জায়গায় যান। পাঁচপুত্র সন্তান এবং তিন কন্যা সন্তানের জনক তিনি। বর্তমানে স্ত্রীকে নিয়ে মেয়েটি সন্তানের কাছে থাকেন লুৎফর বাবু। প্রত্যহ সকালে দৈনন্দিন কাজকম্ম থেকে শুরু করে চাষের কাজেও তিনি তার সন্তানকে সাহায্য করেন। পরিবারে কথা অনুসারে দীর্ঘ ১০-১২ কিলোমিটার পথ তিনি অনায়াসেই এই বয়সে হেঁটে যেতে পারেন। আপনার নিউজ এর পক্ষ থেকে লুৎফর বাবুকে জানাই শুভেচ্ছা তিনি যেন এভাবেই আরো দীর্ঘদিন এই সুন্দর পৃথিবীতে নিজের কাজ চালিয়ে যেতে পারেন।
Tags