বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পদ্মপুকুর এলাকায় বালুরঘাট পৌরসভা নির্মিত একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা শাসক।
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বালুরঘাট মহকুমার মহকুমা শাসক, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সহ বালুরঘাট পৌরসভার এমসিআইসি এবং অন্যান্য কাউন্সিলর। এদিন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এরপর বালুরঘাট পৌর এলাকায় আরো নয়টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। বালুরঘাট পৌরসভা এলাকায় উন্নতির লক্ষ্যে বালুরঘাট পৌরসভার এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে।