বালুরঘাট;- ১৫ ই আগস্ট নয় বালুরঘাট স্বাধীনতা লাভ করে ১৮ই আগস্ট । তাই এই দিনটি বালুরঘাট দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে বালুরঘাট হাই স্কুল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পাশাপাশি বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, এছাড়াও আজ সকালে বালুরঘাট হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে ও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল। এছাড়াও বালুরঘাট বাসস্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকেও জাতীয় পতাকা উত্তোলন করেন বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বালুরঘাট দিবস পালন হচ্ছে।