আপনার নিউজ; সুশোভন সিংহ:- আমি আপনি যখন রাস্তায় বের হই তখন রাস্তার মাঝখানে কিংবা রাস্তা দুপাশে হলুদ অথবা সাদা দাগ দেখতে পাই। তবে এই দাগগুলো বিশেষ স্থানে নানান প্রকারের হয়। কিন্তু কখনো কি ভেবেছেন, কেন এই দাগ? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। যাত্রীরা সে কারণ সম্পর্কে না জানলেও চালককে অবশ্যই এ সম্পর্কে জানতে হয়।
আমার সাধারণত তিন প্রকার দাগও দেখতে পাই রাস্তার মাঝে মাঝে।
প্রথম :- রাস্তার মাঝে সাদা দাগগুলো মাঝখানে কাটা কাটা থাকে
যদি আপনি দেখেন রাস্তার মধ্যে বিভক্ত, বা এক লাইন মাঝে মাঝে সাদা দাগ থাকে, তাহলে মনে রাখবেন আপনি ওভারটেক করতে পারেন।
দ্বিতীয় :- রাস্তার মাঝে সাদা দাগে কোন কাটা অংশ থাকবে না
যদি আপনি দেখেন রাস্তার মাঝখান বরাবর সাদা দাগ আঁকা আছে তাহলে আপনাকে মনে করতে হবে তাহলে যে ওভারটেকিং ঝুঁকিপূর্ণ।
তৃতীয় :- রাস্তার মাঝখানে যদি দুটো দাগ পরপর থাকে
আপনি যদি দেখেন রাস্তার মাঝখান বরাবর দুটো দাগ আকাশ রয়েছে তাহলে ভাববেন ওভারটেক করা নিষিদ্ধ।