আপনার নিউজ,বালুরঘাট,জয়জিৎ মহন্ত :- ২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে জার্নালিস্টস ক্লাবের সম্মানীয় সদস্য পদ দেওয়া হল গঙ্গারামপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান প্রশান্ত মিত্র মহাশয়কে।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ক্লাবের পক্ষ থেকে জেলার জেলাশাসক, এসপি, মন্ত্রী,সংসদ বিধায়কসহ বিশিষ্টজনদের ক্লাবের সদস্য পদ তুলে দিয়েছিল।
বালুরঘটে জার্নালিস্ট ক্লাবের নিজস্ব ভবনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সভাপতি শংকর দাস, সম্পাদক অনুপ সান্যাল, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান তথা ক্লাবের সাম্মানিক সদস্য অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠান ঘিরে ক্লাব সদস্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।