আপনার নিউজ:- মডেলিং দিয়ে এই ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি। নায়ক হিসাবে তাঁকে প্রথম দেখা গিয়েছিল ‘ইরাবতীর চুপকথা’ সিরিয়ালে। মনামী ঘোষের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তার পর তাঁকে দর্শক দেখেছিল ‘খেলাঘর’ সিরিয়ালে। সেখানেও শান্টু চরিত্রে তাঁর অভিনয় দর্শকের ভাল লেগেছিল। বর্তমানে রঙ্গনের অনুরাগীর সংখ্যাও কম নয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ছোটবেলায় ফিরে গেলেন সৈয়দ। ছবিটি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, “খুঁজে বার করুন আমায়।”
সৈয়দের ছোটবেলার ছবি দেখে নানা জন নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আপনি খুব মিষ্টি ছিলেন।” কারও আবার মন্তব্য, “আপনি এত সুন্দর ছিলেন?” যদিও কাউকেই কোনও উত্তর দেননি সৈয়দ। এই মুহূর্তে তিনি শুধুই সিরিয়ালের কাজে ব্যস্ত। আগামী দিনে নিজস্ব সংস্থা গড়ে তোলার ইচ্ছা রয়েছে তাঁর। ইতিমধ্যে একটি মিউজ়িক ভিডিয়ো পরিচালনাও করেছেন তিনি।