ভর দুপুরে বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল বাংলা বিহার সীমান্তবর্তী গ্রাম, বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার পাঁচটি বোমা, ফাঁকা জমিতে আরো বোমা মজুদ থাকার আশঙ্কা, রাতের অন্ধকারে বোমা বাঁধছে দুষ্কৃতিরা অভিযোগ এলাকাবাসীর, নির্বাচনের আগে বারুদের স্তুপ করতে চাইছে তৃণমূল অভিযোগ বিজেপির, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের কুশল গ্রামে আজ শনিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় একটি আম বাগানের পাশে জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে তখন চাষবাস করছিল অনেকেই। বিস্ফোরণের আওয়াজে তারা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণ স্থলে এসে দেখতে পাওয়া যাচ্ছে আরো পাঁচটি বোমা রয়েছে। ঘটনাস্থলে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াড কে। এলাকার মানুষের আশঙ্কা চারিদিকে ফাঁকা জমি। আরো অনেক বোম মজুদ থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ পাশেই বিহার।এখানকার মদের ঠেকে বিহারের মানুষের আনাগোনা অবাধ। তার মধ্যে আসছে দুষ্কৃতীরা। মদ্যপান করে রাতের অন্ধকারে ফাঁকা এলাকায় তারা বোম বাঁধছে। সমগ্র ঘটনায় এলাকার নিরাপত্তা প্রশ্নের মুখে। বিজেপির অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে এলাকাকে বারুদের স্তুপে পরিণত করতে চাইছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে মালদাকে অশান্ত করার জন্য।
প্রসঙ্গত চলতি বছরে জেলার একাধিক অপরাধমূলক কাজকর্মে বিহার যোগ পাওয়া গেছে। তা খুনের ঘটনা হোক কিংবা আগ্নেয়াস্ত্র উদ্ধার।এই আবহে বাংলা বিহার সীমান্তবর্তী গ্রামের এই ঘটনায় বিহার যোগের সম্ভাবনা এবং সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।