মালদা;তনুজ জৈন;২০মার্চ: প্রশাসনের নির্দেশে এলাকায় ১০ চাকার বেশি লরি চলাচল বন্ধ। ১৬ চাকার লরি চলাচল করতে পারছে না।যার ফলে সিমেন্ট বালি সহ কৃষি পণ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাই ১৬ চাকা লরি চলাচলের দাবিতে ব্লক দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। যদিও স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে ছিলেন গ্রাম্য এলাকায় যাতে ভারী যানবাহন চলাচল না করে। পুলিশ সূত্রে যাবি পূর্ত দফতরের আদেশ রয়েছে। তাই কোন ভাবে ১৬ চাকা লরি চলাচলের অনুমতি দেওয়া যাবে না। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দপ্তরের সামনে এদিন ব্যবসায়ীদের বিক্ষোভ হয়। হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকায় ব্যবসার যে লাইফ লাইন সেই বাঁধ রোড দিয়ে সাদলি চক সহ প্রচুর গ্রামের আসা যাওয়া আছে এই বাঁধের রাস্তা দিয়ে। ১৬ চাকার লরি চলাচল বন্ধ। যার ফলে বহু ব্যবসায়ী ব্যাপক সমস্যার মুখে পড়ছেন।এই এলাকাগুলিতে ব্যাপক ভাবে ভুট্টা এবং গম চাষ হয়।চাষের পণ্য পরিবহনের ক্ষেত্রেও তৈরি হচ্ছে সমস্যা।তাই এদিন বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা।যদিও এদিন ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। যুব তৃণমূল সভাপতি মনিরুল আলম জানিয়েছেন প্রকৃতপক্ষে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। বিভিন্ন থানা এলাকায় গাড়ি চলাচল করছে। গাড়ি চলাচল বন্ধ শুধু গ্রাম্য এলাকার জন্য।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান পূর্ত দপ্তরের পক্ষ থেকে নোটিশ করে অনুমতি বন্ধ করা আছে। তাই ১৬ চাকার অনুমতি কোন ভাবেই দেওয়া যাবে না। এই ভাবে বিক্ষোভ করে সাধারণ মানুষ হয়রানির মুখে পড়ছে। এই ভাবে বিক্ষোভ করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।