মালদা;তনুজ জৈন;১১জানুয়ারি: মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধকে নৃশংসভাবে হত্যাকান্ডে ঘটনাস্থলে এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এদিন সেখানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি।মন্ত্রীর দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত প্রশাসন তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেবে। অন্যদিকে এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ তৃণমূলের কোন্দলের জন্য মন্ত্রী নিরাপত্তা বাড়ছে। অন্যদিকে এলাকায় সাধারণ মানুষের কোন নিরাপত্তা থাকছে না।বাড়ছে দুষ্কৃতিরাজ।
প্রসঙ্গত গতকাল গভীর রাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা বৃদ্ধ দম্পতিকে এলোপাথারি ছুরির কোপ মারে। ঘটনা মৃত্যু হয় জসীমউদ্দীনের (৭০)।তার স্ত্রী শাহানা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয়দের আশঙ্কা তার জামাইয়ের সঙ্গে এক বছর ধরে বিবাদ চলছিল। জামাই মেয়ের উপর অত্যাচার করত। জসীমউদ্দীন মেয়েকে বাড়ি আনলে জামাই পুলিশের কাছে অপহরণের মিথ্যা মামলা করেছিল।সেই বিবাদের জেরে জামাই খুন করে থাকতে পারে বলে আশঙ্কা। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সমগ্র ঘটনায় দানা বাঁধছে রহস্য। ব্যাপক আতঙ্ক রয়েছে এলাকায়।