Type Here to Get Search Results !

গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে এলোপাথাড়ি ছুরির কোপ, মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী

গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে এলোপাথাড়ি ছুরির কোপ, মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী, তৃণমূল নেতা খুনে মন্ত্রীর নিরাপত্তা বাড়াতেই ওই এলাকাতে প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা, থমথমে এলাকা।

মালদা;তনুজ জৈন;১১জানুয়ারি: রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে এলোপাথাড়ি ছুরির কোপ। মৃত্যু বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঠিক একদিকে যখন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হলো। তখনই ফের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা।খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।থমথমে রয়েছে এলাকা। 

মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশলপুর গ্রামের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মৃতের নাম জসীমউদ্দীন (৭০)।গুরুতর জখম স্ত্রী সাহানা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গেছে বৃদ্ধ এই দম্পতি বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন। গভীর রাতে তাদের বাড়িতে দুষ্কৃতী ঢুকে। ছুরি দিয়ে দুইজনকেই একাধিকবার কোপানো হয়। দম্পতির আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতী। প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে।নিয়ে যাওয়া হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় জসীমউদ্দীনের।স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে। পুরনো কোন শত্রুতা। নাকি আর্থিক লেনদেন।খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত মালদায় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের হত্যাকাণ্ডের পর হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বাড়িতে পুলিসি নিরাপত্তা বাড়ানো হলো যেদিন। ঠিক সেই রাতেই প্রশ্নের মুখে পড়লো সাধারণ মানুষের নিরাপত্তা।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side