মালদা;তনুজ জৈন;২৫জানুয়ারি: দেড় বছর ধরে দুয়ারে ঘুরে ঘুরেও মেলেনি রুপশ্রীর টাকা।মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে দুর্নীতির ছায়া। রুপশ্রীর টাকা পাওয়ার জন্য দিতে হয়ে ছিল তিন হাজার টাকা কাটমানি। কিন্তু তারপরেও বাতিল হয়ে যায় আবেদন। বিয়ের পর দেড় বছর ধরে মেয়ের হক আদায়ের দাবিতে প্রশাসনের দুয়ারে গিয়ে জুতোর শুকতারা খসে গেছে মায়ের। তারপরেও হয়নি সমাধান। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও বারবার সামনে আসছে সরকারি প্রকল্পে দুর্নীতি। দুয়ারে সরকার প্রকল্পে অভিযোগ দায়ের। অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল আমলে কাটমানি ছাড়া কিছু হয় না কটাক্ষ বিজেপির। প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে সাফাই তৃণমূলের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুন। ২০২৩ সালের অক্টোবর মাসে বিয়ে হয় রুকসানার। নিয়ম অনুযায়ী করে ছিলেন রূপশ্রীর জন্য আবেদন। সেই সময় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ৩০০০ টাকা দিতে হয়েছিল কাটমানি। কিন্তু তারপরও বাতিল হয়ে যায় আবেদন। মেলেনি টাকা। একাধিকবার প্রশাসনিক দপ্তরে গেছেন রুকসানার মা নূরেশা বিবি। বারবার দেওয়া হয়েছে প্রতিশ্রুতি। কিন্তু কাজ হয়নি।এদিন শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই অভিযোগ জানিয়েছেন রুকসানার মা। জানা যাচ্ছে এলাকা জুড়ে এই প্রকল্পে সক্রিয় রয়েছে দালাল চক্র। টাকা দিলে তবেই মেলে সুবিধা। আবার অনেক ক্ষেত্রে টাকা দিয়েও হচ্ছে না কাজ।কাদের মদত রয়েছে? কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? উঠছে প্রশ্ন?