মালদা: প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পিচ ঢালাই রাস্তা। অথচ রাস্তায় পিচের প্রলেপ পড়তে না পড়তেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। যার প্রতিবাদে সরব হলেন মালদার রতুয়া-১নং ব্লকের সামসীর অমরসিঙ্গি গ্রামের বাসীন্দারা। বিক্ষোভ দেখালেন নিম্নমানের কাজের অভিযোগ তুলে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে ৮১নং জাতীয় সড়কের সংযোগকারী সামসী রেলগেট কলোনী থেকে চাঁদমণি-১ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়। এই কাজের জন্য ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ৩১২ কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু এই রাস্তা নির্মাণে চরম দুর্নীতি চলছে। ঠিকাদার সংস্থা অত্যন্ত নিম্নমানের কাজ করছে। ফলে রাস্তায় পিচের প্রলেপ পড়তে না পড়তেই উঠে যাচ্ছে।
রাস্তা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছেনা। ঠিকাদার সংস্থা সিডিউল দেখাতে চাইছে না। তাই তারা রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন। কারণ তারা চান সঠিকভাবে রাস্তার কাজ হোক। এই বিষয়ে রতুয়া- ১নং। ব্লকের বিডিও রাকেশ টোপ্পোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে পিএমজিএসওয়াই-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নন্দদুলাল ভকত জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।