মালদা;তনুজ জৈন;০৯নভেম্বর: ভোর বেলা একত্রিশ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত তিন প্রাতঃভ্রমণকারী। ধাক্কার জেরে রাস্তা থেকে ৫০ মিটার দূরে ছিটকে পড়ল দেহ। আশঙ্কা জনক অবস্থায় চালকসহ আরো দুই। তাদের আশঙ্কাজনক অবস্থায় মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত গাড়ি চালকও। মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর ছড়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।
শনিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়ারোড কালীমন্দির এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিদিনের মতো এদিনও কাক ভোরে তুলসিহাটা গ্রামের পাঁচ জন ব্যক্তি ৩১ নং জাতীয় সড়কে প্রাতো ভ্রমণের বেরিয়ে ছিলেন। তুলসিহাটার দিক থেকে একটি পিকআপ ভ্যান পিছন থেকে এসে তিন জনকে সজোড়ে ধাক্কা মেরে রাস্তার ধারে খালে পরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।মৃত তিন ব্যক্তির নাম দিলীপ সাহা( ৪৯), ফেকন লাল রাম (৬০),ও চিকিৎসক সুরেশ খৈতান( ৬০), প্রত্যেকের বাড়ি তুলসিহাটা গ্রামে। আহতরা হলেন দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা (৪০), শংকরপদ কর্মকার (৪৩)। গাড়ির চালকের নাম মোহাম্মদ হেলাল (৪০)। তার বাড়ি চাঁচলের স্বরুপগঞ্জের বিষণপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে।গাড়ি চালক আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি দেখে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
তুলসীহাটা গ্রামের বাসিন্দা অভিজিৎ গুপ্ত বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও আমাদের তুলসীহাঁটার ৫ জন ব্যক্তি প্রাতো ভ্রমনে এসেছিল কাবুয়ারোড এলাকায়।সেখানে কালীমন্দিরের পাশে দিলীপ সাহা,ফেকন লাল রাম ও সুরেশ খৈতান ব্যায়াম করছিল হঠাৎ তুলসীহাটার দিক থেকে দ্রুত গতিতে আশা একটি পিকআপ ভ্যান তাদের সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বারবার এইভাবে জাতীয় সড়কে অনেক যানবাহন দ্রুতগতিতে চলছে, যার কারণে দুর্ঘটনা বাড়ছে।প্রশাসনকে বলবো এগুলোর দিকে একটু নজর রাখতে।