দিলদার আলী;কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নলকুড়া এলাকায় শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট ফিতা কেটে উদ্বোধন করলেন দঃদিনাজপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ রূপছানা খাতুন ও কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম,কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ হুসেনেয়ার পারভীন সহ অনেকেই।। এই টুর্নামেন্টে ১৬ দল অংশগ্রহণ করবেন। চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে রানার্স আপ দলকে রানার্স ট্রফি দেওয়া হবে। এই টুর্নামেন্টে প্রচুর দর্শক সমাগম হবে বলে জানান দঃদিনাজপুর জেলার পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ রূপছানা খাতুন।