রায়গঞ্জ, ৩০ অক্টোবর: রায়গঞ্জের সাইবার ক্রাইম থানার উদ্যোগে সাইবার জালিয়াতির শিকার ব্যক্তিদের হাতে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে মঙ্গলবার।নির্দিষ্ট আইনি আনুষ্ঠানিকতা অনুসরণ করে সাইবার জালিয়াতির শিকার ব্যক্তিদের হাতে মোট ১০ লক্ষ ২০ হাজার ৫১০ টাকা তুলে দেওয়া হয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার তরফে।
বর্তমান সময়ে সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার জালিয়াতি। নিমিষের মধ্যেই লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে ব্যাংক একাউন্ট থেকে। এবার এইসব সাইবার জালিয়াতি থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন রায়গঞ্জ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার অপরাধের শিকার হওয়া কেউ যেন অতি দ্রুততার সাথে সাইবার ক্রাইম থানায় অথবা অনলাইনে রিপোর্ট করেন। পুলিশের তরফে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।